Skip to content

সামান্য ঘটনা

সামান্য ঘটনা

সামান্য ঘটনা / #Indranil

বিয়েবাড়ি গেছেন, দেখা হল আপনার ছোটো বোনের বউমা মিলির সঙ্গে। একথা সেকথার পর বলে বসলেন, কি রে কোনো ভালো খবর আছে? এটাও জানাতে ভুললেন যে, আপনার ননদের ছেলের বউমার পিঠোপিঠি বিয়ে হয়েছিল। সে এখন ৬ মাসের পোয়াতি। আপনি কিছু মনে না করেই বলেছিলেন, কিন্তু একবার খেয়াল করলেন কি যে মিলির মুখের হাসি মিলিয়ে গেল…

শপিং মলে আপনার ২ বছরের ছেলের জামা কিনতে গিয়ে অনেকদিন বাদে দেখা হয়ে গেল আপনার কলেজের বন্ধু সোনালি আর দেবব্রতর সঙ্গে। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে জিজ্ঞাসা করে ফেললেন, আর কতদিন তোরা এভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি? গর্বিত মুখে এটাও জানাতে ভুললেন না যে অতনু হওয়ার পর থেকে আপনার জীবনটা ভরে গেছে। আপনি কি লক্ষ্য করলেন আড্ডার তালটা হঠাৎ করেই কেমন কেটে গেল।
আজ আপনার সবথেকে প্রিয় বন্ধুর ছেলের অন্নপ্রাশন। বাড়ির সবার সারাদিনের নেমন্তন্ন। আপনার স্ত্রী দোলা অন্নপ্রাশনে দেওয়ার জন্য নিজে পছন্দ করে উপহার কিনেছে। নিজে কী পরে যাবে, সে সব গোছানোও হয়ে গেছিল। কিন্তু অনুষ্ঠানের দিন সকাল থেকেই দোলার ভীষণ মাথা ধরেছে। তার কথায়, দুটো প্যারাসিটামল খেয়েও মাথা সারেনি। তাই আজ আর ও যেতে পারবে না। অগত্যা বাবা-মায়ের সঙ্গে আপনাকে যেতে হল নেমন্তন্ন রক্ষা করতে। যাওয়ার সময় দোলাকে বললেন, যে ওকে আপনি খুব মিস করবেন। কিন্তু কোনো উত্তর না দিয়ে ও পাশ ফিরে শুয়েই থাকলো। এতে আপনার একটু রাগ হয়েছিলো। কিন্তু আপনি কি মাথা ধরার আসল কারণ জানতে পেরেছেন?
আজ আপনার ফ্ল্যাটে গেট টুগেদার। খানাপিনার সঙ্গে আড্ডা জমে উঠেছে। আপনি মজা করে শ্যামলকে বললেন, তোর কি ভিকি”র মোবাইল নম্বর লাগবে? বন্ধুরা সমস্বরে হেসে উঠলো। আপনিও খুশি দারুণ একটা কথা বলেছেন ভেবে। আপনার সেন্স অফ হিউমার সবার কাছে প্রশংসাও পেল। কিন্তু খেয়াল করলেন না সারা সন্ধ্যা শ্যামল একটা ড্রিংক নিয়েই কাটিয়ে দিল। অন্য কারো সঙ্গে কোনও কথা বললো না। ফিরেও তাকালো না অন্য কোনও খাবারের দিকেও।
এগুলো আমাদের অনেকের কাছেই সামান্য ঘটনা। কারো কারো মতে, সব কথা কি গায়ে মাখলে চলে? কিন্তু একবারও কি ভেবে দেখেন না তাঁরা নিজেদের অজান্তেই তাঁর কাছের লোককে কত বড় আঘাত দিলেন।
মিলি, সোনালি, দোলা, শ্যামল- এদের বলি, লোকের কথায় কান দিয়ে লাভ নেই। আর মন খারাপ তো নয়ই। বাচ্চা আসতে দেরি হওয়াটা কোনও দুর্বলতা নয়। মনে করবেন, ভগবান আপনাদের জন্য সেরা উপহারটা তৈরি করছেন বলে একটু বেশি সময় নিচ্ছেন।

More Post