বন্ধ্যাত্ব আজকের দিনে খুব সাধারণ সমস্যা। প্রতি ৬ জন দম্পতির একজন এই সমস্যার শিকার। বন্ধ্যাত্ব নিয়ে আমাদের অনেকের মনেই নানা প্রশ্ন থাকে, যার ঠিকঠাক উত্তর সহজে পাওয়া যায় না। আবার সময়ের অভাবে ডাক্তারবাবুর চেম্বারে গিয়েও তা বুঝে ওঠা সম্ভব হয় না। সেই সব প্রশ্নই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ডিডি বাংলার এই “সুস্বাস্থ্য” অনুষ্ঠানে। তার সঙ্গে অ্যানিমেশন ভিডিওর সাহায্যে ঋতুচক্রের বিভিন্ন সময়, ভ্রূণ কীভাবে তৈরি হয়, IUI বা IFV পদ্ধতি কীভাবে করা হয় এসব বোঝানো হয়েছে।
ডা. অগ্নিমিত্রা গিরি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান সঞ্চালনা করেছেন।